প্রধান শিক্ষকের বাণী
প্রধান শিক্ষকের বাণী বিস্তারিত
জনাব মোঃ আমিনুল ইসলাম
Message of the Head Teacher
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লার ওয়েবসাইটে স্বাগতম। জীবনে বড় হওয়ার জন্য প্রয়োজন স্বপ্ন। কারণ স্বপ্নই মানুষকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছার পথ সুগম করে দেয়। শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষ দক্ষ, বিনয়ী, মর্যাদাশীল, প্রকৃত নাগরিক ও সফল মানুষ হয়ে উঠে। দক্ষ ও জ্ঞানী মানুষদের নেতৃত্বেই যুগে যুগে দেশ, জাতি ও মানব সভ্যতা এগিয়ে গিয়েছে। তাই জ্ঞানই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। পরিবার থেকে এই জ্ঞান অর্জনের সূত্রপাত হলেও একজন মানুষের প্রতিষ্ঠানিক শিক্ষা বা জ্ঞান অর্জন সম্পন্ন হয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের তত্ত্বাবধানে। তাই নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষা বিস্তারে “পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়,কুমিল্লা এর পদযাত্রা শুরু হয় ১৯৭৭ সালে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী জ্ঞান, দক্ষতা ও অধ্যাবসায়ের মাধ্যমে দক্ষ জনশক্তি ও সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি যুগ যুগ পেরিয়ে সর্বশ্রেণির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে হিসেবে সারাদেশে সুনাম কুড়িয়ে চলেছে। প্রতিটি বোর্ড পরীক্ষায় ফলাফলে শ্রেষ্ঠত্বের কাতারে সামিল হয়েছে। প্রতিষ্ঠানগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি একাডেমিক সহশিক্ষা কার্যক্রম, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসছে। পরিশেষে বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটি ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।