প্রতিষ্ঠার লক্ষ্য
প্রতিষ্ঠার লক্ষ্য
নৈতিক ও মানবিক অবক্ষয়ের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সৎ, আদর্শ ও নিষ্ঠাবান মানুষ তৈরি করা একান্ত জরুরী। এ জন্য পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা এর মৌলিক আদর্শ হলো সৎ, আদর্শ ও নিষ্ঠাবান দেশপ্রেমিক মানুষ তৈরি করা। ছাত্র-ছাত্রীদের চারিত্রিক ও মানবিক গুণাবলির সার্বিক বিকাশ সাধনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, দেশপ্রেম ও দেশাত্মবোধ জাগ্রত এবং নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটানো। সুষম ও নৈতিক ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটানো, পাঠ্যক্রমভূক্ত বিষয়ের সাথে সাথে সহ-পাঠ্যক্রমসমূহে আগ্রহী করে শিক্ষার্থীবৃন্দকে অধিকতর যোগ্য হিসেবে গড়ে তোলা। গৃহশিক্ষকের উপর নির্ভরশীলতা হ্রাস করে শিক্ষার্থীদের পরিশ্রমী ও অধ্যবসায়ী হিসেবে গড়ে তোলা। শিক্ষকদের শারীরিক মননশীলতা, সংস্কৃতি চর্চা, সৃজনশীলতার বিকাশ ঘটানো । ছাত্র-ছাত্রীদের বোর্ড পরীক্ষায় ভাল ফলাফলের পাশাপাশি শতভাগ সাফল্য অর্জন করা।
জমিদাতা
প্রতিষ্টান এ জমি দাতাদের নাম
আমরা তাঁদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি-
“চিরদিন তাঁরা রইবে অমর সুমহান দানবীর
এ জাতি জানাবে লক্ষ সালাম নোয়াইয়া লাখো শির,
এদেশ মাটির কোটি বালুকায় জানায় মাগফেরাত
সেবায় তাঁদের দূরীভূত হোক এ জাতির মুলমাত।”
ক্র. নং | জমি দাতাদের নাম | ঠিকানা | জমির পরিমাণ |
---|